প্রকাশিত: Wed, Dec 7, 2022 9:14 PM
আপডেট: Wed, Apr 30, 2025 12:38 AM

ফুটবল নিয়ে আমাদের আকর্ষণকে আমরা কাজে লাগাতে পারিনি

কবির য়াহমদ:

২০১৪ বিশ্বকাপের সময়ে বাংলাদেশে হন্ডুরাস দলের কিছু সমর্থক মিলেছিল। ফেসবুকে We are crazy fans of Honduras football team from Bangladesh’  নামে একটা ফ্যান পেজ খোলা হয়েছিল। বাংলাদেশের কজন তরুণের খোলা ওই ফ্যান পেজ দেশটির অনেক কে নাড়া দিয়েছিল।ওখানকার আলোড়ন এতখানি ছিল যে দেশটির ক্রীড়ামন্ত্রীও তাদের দলকে সমর্থন দেওয়ার জন্যে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিলেন, এমনটা জানিয়েছিল একটি অনলাইন গণমাধ্যম। বিশ্বকাপে হন্ডুরাসের প্রথম গোলটি বাংলাদেশকে উৎসর্গ করা হবে বলেও সে সময় একটি অনলাইন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। পরে জানা যায়, গোল উৎসর্গের বিষয়টি ভুয়া। বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অন্য দেশকে সমর্থনের বিষয়টি বিশ্বব্যাপী জানে। আট বছর আগে হন্ডুরাসের স্থানীয় সংবাদপত্রে এনিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছিল, আরও অনেক দেশে হয়েছে। 

ফুটবল নিয়ে আমাদের আনন্দ-উচ্ছ্বাসের খবর অন্যরা জানছে, এটা শুনতেই ভালো লাগে। আমাদের উচ্ছ্বাস চেনা পরিমণ্ডল ছাপিয়ে বিশ্বজনীন হয়েছে, এটা আনন্দের ঠিক, তবে গর্বের বিষয় কি-না আমি নিশ্চিত নই। ফুটবলে আমরা পিছিয়ে পড়া দেশ। তবে ফুটবল আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল আমাদেরকে আনন্দিত করে, বিভক্ত করে, উচ্ছ্বাসে ভাসায়, উন্মত্ততায় কাঁপায়। ফুটবল নিয়ে আমাদের এই আবেগ, এই ভালোবাসা, এই আকর্ষণকে আমরা কাজে লাগাতে পারিনি। কাজে লাগানোর চেষ্টাও কেউ করছে কি-না সেটাও জানা নাই। বাংলাদেশ ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। 

২০১৮ বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল দলের সমর্থন দেখে ফুটবলের উন্নয়নের জন্যে বাংলাদেশস্থ ব্রাজিল দূতাবাসের সহযোগিতায় ২০১৯ সালে চার তরুণ গিয়েছিলেন প্রশিক্ষণে, এবার গেছেন ১১ তরুণ। এই প্রক্রিয়ায় আছেন আরও অনেক। এই যে যারা প্রশিক্ষণে গেলেন, ফিরে এলেন, এবং ভবিষ্যতেও যারা যাবেন; তাদের নিয়ে কী পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের? এসব নিয়ে ভাবা যেতে পারে। কেবল ব্রাজিলই নয়, এবারের বিশ্বকাপে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন দেখে দেশটির অনেকেই তাদের উচ্ছ্বাসের প্রকাশ ঘটিয়েছেন। এগুলো কাজে লাগানো যেতে পারে। দায়িত্ব নিতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ থেকে আমরা দর্শকেরা আনন্দ খুঁজছি। ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় আমাদের এই আনন্দ-উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে ফুটবল উন্নয়নের উপকরণ খুঁজতে পারে। ফেসবুক থেকে